২০২২ সালের SSC Result ঢাকা শিক্ষা বোর্ড সহ সকল বোর্ডের এসএসসি সমমান পরীক্ষার রেজাল্ট নভেম্বরের ২৮ তারিখ সোমবার বার বেলা ১২টার দিকে প্রকাশ করা হবে।
ঢাকা বোর্ডের ওয়েবসাইট লিংক থেকে, বোর্ডের অধীনে থাকা সকল শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখা যাবে।
এছাড়াও সকল বোর্ডের রেজাল্ট আর্কাইভ ওয়েবসাইট লিংক থেকে, পরীক্ষার্থীর ব্যক্তিগত রেজাল্ট জানা যাবে।
২৮ নভেম্বর সকাল ১০টার সময় মাননীয় প্রধানমন্ত্রীর রেজাল্ট উদ্বোধনের পর, বেলা ১২টা থেকে অনলাইনে ও এসএমএস-এর মাধ্যমে রেজাল্ট দেখা যাবে।
ঢাকা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “২৮ নভেম্বর ২০২২ তারিখ বেলা ১২.০০ টায় এসএসসি পরীক্ষা ২০২২ এর ফলাফল স্ব-স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে।”
এছাড়া শুধুমাত্র পরীক্ষার্থীর রোল নম্বর দিয়ে মোবাইল এসএমএস (SMS) এর মাধ্যমে ঘরে বসে বোর্ডের রেজাল্ট জানতে পারবেন।
নিচের অনুচ্ছেদ থেকে ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষার রেজাল্ট জানার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন।
ঢাকা বোর্ডের অধিন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি রেজাল্ট জানার নিয়ম
বোর্ডের অধিন সকল শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার রেজাল্ট জানতে বোর্ডের ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটের এখানে ক্লিক করুন
উপরের ঠিকানাটি ব্রাউজারে লিখে ব্রাউজ করুন। বোর্ডের হোমপেজে পৌঁছালে সেখানে Result কর্ণার থেকে প্রতিষ্ঠানে রেজাল্ট দেখা যাবে। এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN নম্বর প্রয়োজন হবে।
পরীক্ষার্থীর রোল ও রেজিষ্ট্রেশন নম্বর দিয়ে এসএসসি পরীক্ষা রেজাল্ট জানার উপায়
২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীর নিজ নিজ রোল ও রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট দেখা যাবে। বোর্ডের রেজাল্ট আর্কাইভ থেকে অনলাইনে এই রেজাল্ট জানা যাবে।
কোন একজন পরীক্ষার্থীর ব্যক্তিগত রেজাল্ট জানতে নিচের ঠিকানাটি ব্রাউজ করুন এখানে ক্লিক করুন।
উপরের লিংকটি ব্রাউজ করলে Intermediate and Secondary Education Boards Bangladesh লেখা একটি রেজাল্ট সার্চ হোমপেজ ওপেন হবে।
এই সার্চ পাতায় পরীক্ষার্থীর Examination, Yearও Board সিলেক্ট করতে হবে। এরপর Roll ও Reg: No লেখা ফাঁকা টেক্সটবক্সে পরীক্ষার্থীর নিজের রোল ও রেজিস্ট্রেশন নম্বর ইংরেজী সংখ্যায় লিখতে হবে।
তারপর দুই সংখ্যার যোগফল (উদাহরণ: 4 + 6) পাশের ফাঁকা টেক্স বক্সে লিখতে হবে। এই যোগফল নির্ণয়ের ক্যাপচা ভুল করা যাবে না। ক্যাপচা যে পর্যন্ত সঠিক না দেবেন সে পর্যন্ত আপনাদের রেজাল্ট শো করবে না করবে না!
উপরের সকল তথ্য সিলেক্ট ও লেখা হয়ে গেলে Submit বাটনে ক্লিক করুন। কিছু সময়ের মধ্যে প্রাপ্ত রেজাল্টের জিপিএ পয়েন্ট সহ মার্কসীট দেখা যাবে।
মোবাইল এসএমএস (SMS) মাধ্যমে এসএসসি পরীক্ষার রেজাল্ট জানার উপায় ২০২২
সকল শিক্ষা বোর্ড শিক্ষা বোর্ড
১। এসএমএস (SMS) মাধ্যমে এসএসসি পরীক্ষার রেজাল্ট শিক্ষা বোর্ড, ঢাকা
SSC, বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর, তারপর প্রার্থীর রোল নম্বর এবং বছর লিখে
16222 নম্বরে পাঠান। প্রত্যেকটির পরপর Space ব্যবহার করতে হবে
For example: SSC DHA 123456 2022
২। এসএমএস (SMS) মাধ্যমে এসএসসি পরীক্ষার রেজাল্ট শিক্ষা বোর্ড, কুমিল্লা
SSC, বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর, তারপর প্রার্থীর রোল নম্বর এবং বছর লিখে
16222 নম্বরে পাঠান। প্রত্যেকটির পরপর Space ব্যবহার করতে হবে
For example: SSC COM 123456 2022
৩। এসএমএস (SMS) মাধ্যমে এসএসসি পরীক্ষার রেজাল্ট শিক্ষা বোর্ড, চট্টগ্রাম
SSC, বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর, তারপর প্রার্থীর রোল নম্বর এবং বছর লিখে
16222 নম্বরে পাঠান। প্রত্যেকটির পরপর Space ব্যবহার করতে হবে
For example: SSC CHI 123456 2022
৪। এসএমএস (SMS) মাধ্যমে এসএসসি পরীক্ষার রেজাল্ট শিক্ষা বোর্ড, রাজশাহী
SSC, বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর, তারপর প্রার্থীর রোল নম্বর এবং বছর লিখে
16222 নম্বরে পাঠান। প্রত্যেকটির পরপর Space ব্যবহার করতে হবে
For example: SSC RAJ 123456 2022
৫। এসএমএস (SMS) মাধ্যমে এসএসসি পরীক্ষার রেজাল্ট শিক্ষা বোর্ড, যশোর
SSC, বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর, তারপর প্রার্থীর রোল নম্বর এবং বছর লিখে
16222 নম্বরে পাঠান। প্রত্যেকটির পরপর Space ব্যবহার করতে হবে
For example: SSC JES 123456 2022
৬। এসএমএস (SMS) মাধ্যমে এসএসসি পরীক্ষার রেজাল্ট শিক্ষা বোর্ড, বরিশাল
SSC, বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর, তারপর প্রার্থীর রোল নম্বর এবং বছর লিখে
16222 নম্বরে পাঠান। প্রত্যেকটির পরপর Space ব্যবহার করতে হবে
For example: SSC BAR 123456 2022
৭। এসএমএস (SMS) মাধ্যমে এসএসসি পরীক্ষার রেজাল্ট শিক্ষা বোর্ড, সিলেট
SSC, বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর, তারপর প্রার্থীর রোল নম্বর এবং বছর লিখে
16222 নম্বরে পাঠান। প্রত্যেকটির পরপর Space ব্যবহার করতে হবে
For example: SSC SYL 123456 2022
৮। এসএমএস (SMS) মাধ্যমে এসএসসি পরীক্ষার রেজাল্ট শিক্ষা বোর্ড, দিনাজপুর
SSC, বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর, তারপর প্রার্থীর রোল নম্বর এবং বছর লিখে
16222 নম্বরে পাঠান। প্রত্যেকটির পরপর Space ব্যবহার করতে হবে
For example: SSC DIN 123456 2022
৮। এসএমএস (SMS) মাধ্যমে এসএসসি পরীক্ষার রেজাল্ট শিক্ষা বোর্ড, ময়মনসিংহ
SSC, বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর, তারপর প্রার্থীর রোল নম্বর এবং বছর লিখে
16222 নম্বরে পাঠান। প্রত্যেকটির পরপর Space ব্যবহার করতে হবে
For example: SSC MYM 123456 2022
৯। এসএমএস (SMS) মাধ্যমে এসএসসি পরীক্ষার রেজাল্ট, মাদ্রাসা শিক্ষা বোর্ড
SSC, বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর, তারপর প্রার্থীর রোল নম্বর এবং বছর লিখে
16222 নম্বরে পাঠান। প্রত্যেকটির পরপর Space ব্যবহার করতে হবে
For example: SSC MAD 123456 2022
১০। এসএমএস (SMS) মাধ্যমে এসএসসি পরীক্ষার রেজাল্ট, কারিগরি শিক্ষা বোর্ড
SSC, বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর, তারপর প্রার্থীর রোল নম্বর এবং বছর লিখে
16222 নম্বরে পাঠান। প্রত্যেকটির পরপর Space ব্যবহার করতে হবে
For example: SSC TEC 123456 2022
উপরের তথ্যগুলোর এক একটি লিখে একটি করে স্পেস <space> দিতে হবে। আর মেসেজ সেন্ড করতে আপনার মোবাইলে পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে।
নিচের উদাহরণ লক্ষ্য করুন ভালভাবে বোঝার জন্য।
SSC<space>Dha<space>123456<space>2022 Send 16222
মেসেজ সেন্ড হওয়ার কিছু সময় পর ফিরতি মেসেজে পরীক্ষার্থীর নিজের রেজাল্ট দেখা যাবে। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে ঢাকা বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তি দেখুন।
যেকোনো শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার রেজাল্ট জানতে সমস্যা হলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমগুলোতে বেশি বেশি শেয়ার করুন।