ব্লেন্ডার মেশিন দাম কত | Blender Machine Price In Bangladesh 2024
ব্লেন্ডার মেশিন একটি বৈদ্যুতিক যন্ত্র।যা প্রতিটি পরিবারের জন্য প্রতিদিন রান্না কাজে অনেকটা সাহায্য করে থাকে। রান্নার কাজে সময় বাঁচানোর জন্য এই ব্লেন্ডার মেশিন গুলো খুবই চাহিদা বাজারে এবং অনেকেই এই পণ্য বিভিন্ন দামের ক্রয় করছেন। তবে এসব পণ্যের দাম প্রতিনিয়ত পরিবর্তন হয়ে। তাই নির্দিষ্ট করে ব্লেন্ডার মেশিনের দাম ২০২৪ বলা অসম্ভব থাকে। তবে আজকের ব্লগ এর এই আর্টিকেলটি পড়ে আমরা আপনাদেরকে স্পষ্ট ধারণা দিতে পারি এই ব্লেন্ডার মেশিন গুলো বাজারে কত টাকায় পাওয়া যায়।
এই ব্লেন্ডার মেশিন দাম সম্পর্কে বিস্তারিত জানতে এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। কেননা এখানে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন কোম্পানির ব্লেন্ডার মেশিন এর মূল্য সম্পর্কে উল্লেখ করে করেছি। তাই আজকের ব্লগ পোস্টে আপনাদের জানাবো এই ব্লেন্ডার মেশিনের দাম ২০২৪ গুলো যার যার নিজস্ব কোম্পানি থেকে সংগ্রহ করে আপনাদের জন্য উপস্থাপন করব। যা পরে আপনারা স্পষ্ট ধারণা পাবেন এই ব্লেন্ডার মেশিন সম্পর্কে
ব্লেন্ডার মেশিন দাম | Blender Machine Price
ব্লেন্ডার মেশিনের দাম বাংলাদেশে বিভিন্ন মডেল, ব্র্যান্ড এবং ক্যাপাসিটির উপর ভিত্তি করে ভিন্ন ভাবে হতে পারে। ব্লেন্ডারের মূল্য বেশির ভাগ সময়ে এর মোটরের ক্যাপাসিটি, ব্র্যান্ড এবং ফিচারসমূহের উপর নির্ভর করে।
সাধারণভাবে, বাংলাদেশে স্থানীয় বাজারে পাওয়া যায় ব্লেন্ডার মেশিন যাতে মূল্য হয় তার প্রাইস রেঞ্জ বিভিন্ন হতে পারে। একটি সাধারণ ব্লেন্ডারের দাম বাংলাদেশে প্রায় ১৫০০ টাকা থেকে শুরু হতে পারে। এছাড়াও, উচ্চ স্পেসিফিকেশন এবং ব্র্যান্ডের ব্লেন্ডার মেশিন সাধারণভাবে ৩০০০ টাকা থেকে শুরু হতে পারে এবং তার মধ্যে প্রচুর ধরণের বিভিন্ন মডেল থাকতে পারে।
দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস এর মধ্যে প্রয়োজনীয় তৈরি করতে এই ব্লেন্ডার মেশিন এর গুরুত্ব অনেক। অনেকেই এই প্রয়োজনীয় যন্ত্রপাতি গুলো ব্যবহার করছে জীবনকে সহজ করার উদ্দেশ্যে।যেমন আপনি চাইলে রান্নার কাজে ব্যবহার যে কোন মসলা গুড়ো, আদা রসুন পেঁয়াজ এর পেস্ট করে ফেলতে পারেন। এছাড়াও এই ব্লেন্ডার মেশিন দিয়ে বিভিন্ন ধরনের জুস মানুষের কিমা ইত্যাদি এক নিমিষেই করে ফেলতে পারেন। তবে এর জন্য ভালো মানের ব্লেন্ডার মেশিন প্রয়োজন।
Best Blender Machine | বেস্ট ব্লেন্ডার মেশিন
"Best Blender Machine" বেস্ট ব্লেন্ডার মেশিন নির্ধারণ করা সহজ , বেস্ট ব্লেন্ডারের নির্ধারণ করার জন্য সেরা হওয়ার এটি ব্যবহারের উদ্দেশ্য, আপেক্ষিক ব্যবহারকারীর পছন্দ এবং অন্যান্য ফিচারসমূহের মাধ্যমে বিভিন্ন মানের উপর বিবেচনা করা দরকার।
কিছু বিশেষ ফিচারসমূহ যা একটি ব্লেন্ডার মেশিনকে সেরা করে তুলতে পারে:
মোটর ক্ষমতা (Motor Capacity): বৃহত্তম মোটর ক্যাপাসিটি দিয়ে ব্লেন্ডার মেশিন শক্তিশালী হয়ে ওঠে।
সাইজ (Size): ব্লেন্ডারের কাপাসিটি সেটা অনুযায়ী সিনারিও বা ছোট হতে পারে।
ব্লেড ম্যাটেরিয়াল (Blade Material) : স্টেনলেস স্টিল বা কার্বন স্টিল মেড ব্লেডস বেশি এবং মানসম্পন্ন।
স্পিড সেটিং (Speed setting): বিভিন্ন স্পিড সেটিং সহ ব্লেন্ডারের ব্যবহার সুবিধাজনক করে।
ক্রাশ এবং পাল্স বোতাম (Crush and Pulse buttons): সহজ ব্লেন্ডিং বা ক্রাশিং জন্য এই ফিচারগুলি প্রয়োজন।
ক্লিনিং এবং মেন্টেনেন্স (Cleaning and Maintenance) : সহজে পরিস্কার করা এবং মেন্টেনেন্স করা যাবে এমন ব্লেন্ডার একটি অধিক পছন্দনীয়।
ব্র্যান্ড এবং গ্যারান্টি (Brand and guarantee): প্রতিষ্ঠানের মান এবং গ্যারান্টি সেরা ব্লেন্ডারের নির্বাচনে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর।
কোনো বিশেষ ব্র্যান্ড বা মডেল নির্বাচন করার আগে, আপনি নিজের ব্যবহারের জন্য কী ধরনের ব্লেন্ডার দরকার সেটা বিবেচনা করতে পারেন। এছাড়াও, বিভিন্ন রিভিউ সাইট বা ব্র্যান্ডের ওয়েবসাইটে ব্যবহারকারীদের মতামত পড়ে নিতে পারেন বা নিজে প্রতিষ্ঠানে গিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারেন।
ছোট ব্লেন্ডার মেশিনের দাম কত | Blender Machine Price in Bangladesh
যারা ছোট ব্লেন্ডার মেশিন এর দাম জানতে চাচ্ছেন তারা এখান থেকে জানতে পারবেন। বিভিন্ন মডেলের উপর ভিত্তি করে এই ছোট ব্লেন্ডার মেশিন গুলোর দাম নির্ধারণ হয়ে থাকে। ব্লেন্ডার মেশিন গুলোর দাম অনুসন্ধান করতে গেলে অবশ্যই আপনাকে মডেল লিখে অনুসন্ধান করতে হবে অবশ্যই। তবে সকল ছোট ব্লেন্ডার মেশিন এর মূল্য তালিকা উল্লেখ করা একটু কষ্টসাধ্য। তাই তাই ঘর হিসাব করলে ছোট ব্লেন্ডার মেশিন গুলো দাম আপনি সর্বনিম্ন ১০০০ টাকা থেকে শুরু করে ২০০০ টাকায় ক্রয় করতে পারবেন।
সেরা ৫ টি ব্লেন্ডার মেশিনের এর তালিকা
Smoothie maker blender machine
Nima electric spice grinder
Walton WBL-10G140
ম্যাজিক বুলেট ব্লেন্ডার মেশিন
Walton WBL-VK01 Blender machine
উপরুক্ত ব্লেন্ডার মেশিন গুলো ব্র্যান্ডের এবং অনেক জনপ্রিয় বাজারে। এই সকল ব্লেন্ডার মেশিন গুলো ক্রয় করার আগে অবশ্যই সাইজের বিষয়টি লক্ষ্য রাখবেন।
কোন কোম্পানির ব্লেন্ডার মেশিন সব থেকে ভালো!
বাংলাদেশে ভিতর অনেক নামি দামী কোম্পানির রয়েছে। যেগুলো উন্নত মানের ব্লেন্ডার মেশিন বিক্রি করে থাকেন বাজারে। তবে উল্লেখ্য বাংলাদেশের খুব জনপ্রিয় কোম্পানি ওয়ালটন। তবে সবথেকে মানুষ ভিশন ব্লেন্ডার মেশিন ব্যবহার করে থাকেন। কারণ হচ্ছে, ভিশন ব্যান্ড টা আর এফ এল কোম্পানীর। এর জন্য এর চাহিদা সব থেকে বেশি বাজারে। এছাড়া উল্লেখযোগ্য নোভা ব্লেন্ডার মেশিন। তবে আপনাদের পছন্দমত একটু বাজেট বেশি দিয়ে এসব ব্লেন্ডার মেশিন ক্রয় করুন।
তবে Nova Blender Machine, Nima Blender Machine, Niyama Blender Machine ইত্যাদি এই ব্লেন্ডার মেশিন গুলো বাজারে কম দামের বিভিন্ন কোম্পানি প্রদান করে থাকেন। যা পরবর্তীতে নরমাল এবং ভালো মানের হয়ে থাকে না। এমনকি অনেক সময় ক্রেতা নষ্ট ব্লেন্ডার মেশিন ক্রয় করে থাকেন। তাই এসব বৈদ্যুতিক যন্ত্র কেনার সময় অবশ্যই একটি বাজেট বেশি রাখবেন। যাতে ভালো মানের পণ্য ক্রয় করতে পারেন।
কোথায় পাওয়া যায় এই মানসম্মত প্রোডাক্ট ??
ই-বাজারলী ডট কম । ebazarly.com থেকে আপনারা মানসম্মত যে-কোনো প্রোডাক্ট ক্রয় করতে পারেন নির্দ্বিধায়। কারণ ই-বাজারলী ডট কম কাস্টমারদের কথা মাথায় রেখে প্রোডাক্টের কোয়ালিটি যাচাই বাছাই করে বাজারে তারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিগত কয়েক বছর ধরে বিক্রি করে আসছে শততার সাথে। ই-বাজারলী ডট কম এর ফেসবুক পেইজ ভিজিট করুন।