"আজকের ব্লগ ডট কম" এ মোবাইল চুরি হয়ে গেলে খুঁজে পাওয়ার উপায় ও জিডি করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এছাড়াও মোবাইল চুরি হলে করনীয়, Imei দিয়ে হারানো মোবাইল, হারানো মোবাইল ট্র্যাক এবং জিডি করতে কি কি প্রয়োজন পড়ে এ সকল বিস্তারিত নিয়ে আলোচনা করব।
বর্তমানে যুগে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় একটি মোবাইল ফোন। ছোট থেকে বড় মোবাইল ফোন ছাড়া যেন একটি মুহূর্তও চলা কঠিন। তথ্যপ্রযুক্তির এই যুগে একেবারে জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে যাচ্ছে এই ডিভাইসটি।
অল্প সময়ের ভিতর আপনার হারিয়ে যাওয়া ফোন উদ্ধার করতে যোগাযোগ করুন-
কিন্তু এই অতিপ্রয়োজনীয় ডিভাইসটি যদি যেকোনো ভাবে হারিয়ে যায়। এমনকি চুরি বা ছিনতাইয়ের মতো অপ্রীতিকর ঘটনাও ঘটতে পারে যে কারো সাথে। ফলে মোবাইল হারানো ব্যক্তিটিকে ক্ষতিগ্রস্ত হতে হয় অনেক সময়, ভোগান্তির মুখে পড়তে হয়। যেমন- চুরি বা ছিনতাই হওয়া মোবাইল ফোনটি কখনো কখনো অপরাধমূলক কাজে লিপি'তো হতে পারে। সে ক্ষেত্রে মোবাইল ও সিমের রেজিস্ট্রেশন অনুযায়ী এর প্রকৃত মালিক গ্রেফতার বা হয়রানির শিকার যে কেউ'ই হতে পারেন।
মোবাইল চুরি হলে করনীয়
মোবাইল চোরকে ধরার উপায়
জিডি করতে কি কি কাগজপত্র লাগে?
IMEI দিয়ে হারানো মোবাইল
হারানো মোবাইল ট্র্যাক
মোবাইল হারিয়ে গেলে জিডি করার নিয়ম
মোবাইল চুরি হলে খুঁজে পাওয়ার উপায়
অল্প সময়ের ভিতর আপনার হারিয়ে যাওয়া ফোন উদ্ধার করতে যোগাযোগ করুন-
মোবাইল চুরি হলে করনীয়
আপনার প্রিয় মোবাইল ফোনটি হারিয়ে গেলে বা চুরি বা ছিনতাই হলে প্রথমেই আপনার কাঙ্খিত অপারেটর কল সেন্টারে ফোন করে সিম লক করে দিতে হবে এবং আপনার কাঙ্খিত ফোনটিতে মোবাইল ব্যাংকিং অথবা যেকোনো ব্যাংক একাউন্ট সিকিউরিটি অসম্পূর্ণ থাকলে অতি দ্রুত ব্যাংক একাউন্ট বন্ধ করার জন্য নিকটস্থ অফিসগুলোতে যোগাযোগ করুন।
এরপর সাধারণ ডায়েরি করতে হবে থানায়। আপনি থানায় গিয়ে করতে পারেন অথবা অনলাইনে'ও করতে পারেন। ফোন যেখানে হারিয়েছে তার নিকটস্থ থানায় উপস্থিত হয়ে সাধারণ ডায়েরি করতে পারবেন। এ সময় ফোনের আইএমইআই নম্বর (IMEI) ফোনে ব্যবহৃত সিমের নম্বর প্রভৃতি উল্লেখ করতে হবে।
নোটঃ অনেক সময় আপনার নিকটবর্তী থানা থেকে দূরে মোবাইল ফোন টি হারানোর কারণে নিকটবর্তী থানায় জিটি করতে পারিনা! ফলে এটি সমস্যার কারণ হয়ে দাঁড়ায় এবং ঐ হারানো জায়গার যে নিকটবর্তী থানা রয়েছে সেখানে জিডি করতে বলা হয়। ।
সমাধান- আপনার নিকটবর্তী থানা তেই এই জিডি করা যাবে, আপনি শুধু উল্লেখ করবেন X জায়গা থেকে যাওয়ার পথে Y জায়গাতে মোবাইল ফোনটি হারিয়ে যায়।
জিডি করতে কি কি কাগজপত্র লাগে?
কিভাবে চুরি হয়ে যাওয়া ফোন উদ্ধার করবেন, IMEI দিয়ে হারানো মোবাইল ?
IMEI এর ফুল ফর্ম হচ্ছে (International Mobile Equipment Identity) ফোনের বিলে, ফোনের বক্সে, ফোনের ব্যাকপার্টে আপনার এই IMEI নাম্বার দেখতে পাবেন অথবা ফোনের ডায়ালপ্যাডে গিয়ে *#06# নাম্বার দিয়ে কল করলে IMEI নাম্বার দেখতে পাবেন। আপনার কাঙ্খিত আইএমইআই নম্বর তো নিয়ে জিডি'তে উল্লেখ করে দিতে হবে অথবা আপনার ফোন নাম্বার। যেকোনো একটি অবশ্যই থাকতে হবে। আইএমইআই নম্বর অথবা ফোন নাম্বার দিয়েই আপনার হারিয়ে যাওয়া ফোনটি উদ্ধার করা সম্ভব।